শহীদ জিয়া প্রজন্ম দলের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ও গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের উদ্যোগে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কর্ণফুলী-আনোয়ারা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম নেতৃত্ব ও সমর্থনে স্থানীয় নেতাকর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও মুব সংগঠন নির্মূলে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দোকানিদের সঙ্গে কৌশল বিনিময় এবং জনগণের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আবু তাহের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকে বিজয়ের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ১নং বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হান্নান উদ্দিন। এতে বক্তব্য রাখেন ৪নং বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সদস্যবৃন্দ—হাশেম, রাশেদ মহিউদ্দিন, মোজাম্মেল বজল, শাহ আলম, আব্দুল আজিজ প্রমুখ।