পুঠিয়ার বিড়ালদহে বিএনপি নেতা দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

IMG-20251001-WA0062

সিহাব আলম সম্রাট, রাজশাহীঃ

স্বৈরাচারী আওয়ামী সরকার কৃতক পুঠিয়ার বিড়ালদহে দাউদ মোল্লা ও নুহু মোল্লাকে নিশংসভাবে হত্যা করে। এই হত্যার বিচার দাবি করেন ও হত্যাকারীদের ফাঁসির দাবি করেন বিএনপি নেতা মিঠুন মোল্লা। স্বৈরাচারী আওয়ামী সরকার আমলে বিএনপি’র যে সকল নেতাকর্মী বিগত দিনে হত্যা ও গুম হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নিতে বলেন বিএনপি দলের ঊর্ধ্বতম নেতৃবৃন্দদেরকে, তাদের যেন আমরা না ভুলি।

০১ অক্টোবর ২০২৫ ইং বুধবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিড়ালদহ মাজারে বিএনপি নেতা মিঠুন মোল্লার আয়োজনে দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাহামুদুর রহমান স্বপন
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর সবুর বুলেট, পুঠিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব বাবু, বিএনপি নেতা ও বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বিএনপি নেতা ও বানেশ্বরের সাবেক মেম্বার আব্দুল আজিজ, বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ্ জামান সাবু, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, যুব নেতা আলামিন সরকার, আদুল গাফফার বুলবুল, বিএনপি নেতা রাসেল সরকার, কৃষক দলের রায়হান সরদার হিরো, ওয়াসিম মোল্লা, কৃষক দলের সুমন, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শেষ দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় ও সবার মাঝে খাবার বিতরণ করা হয়।