নাটোরের লালপুরের এক গৃহবধূ এক সংগে ৫ সন্তানের জন্ম দেন।

IMG-20251001-WA0065

মু.হায়দার আলী রানা,নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার অধিবাসী আসিব হোসেন সবুজ (২৪) ও রেশমা (২২) দম্পতির একই সাথে ৫ সন্তানের জন্ম হয়েছে।মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুদের জন্ম হয়।
এর দুইজন শিশুর মৃত্যু হয়েছে। বেঁচে আছে তিন জন। এক সংগে জন্ম নেয়া ৫ সন্তানের মধ্যে তিন ছেলে আর দুই মেয়ে।বর্তমানে ২ ছেলে আর ১ মেয়ে সুস্থ্য রয়েছেন।
শিশুর বাবা আসিব হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ওই পাঁচ সন্তান জন্মগ্রহণ করে।
জন্মের কিছুক্ষণ পর নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি ছেলে ও একটি মেয়ে মারা যায়। বর্তমানে বাকি তিন সন্তান মোটামুটি সুস্থ আছে।
স্থানীয় অধিবাসী ও ওই দম্পতির স্বজন সুমাইয়া জানান,শিশুর মা রেশমা তার ভাবি হন। বে্চে থাকা তিন শিশুর সুস্থ্যতার জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।