জেলা প্রশাসক একজন মানবিক মানুষ।

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
গত ২৪ সেপ্টেম্বর রাতে নেত্রকোণার পৌর শহরের আনন্দবাজার এলাকায় রাজন-সীমা দম্পতি অভাবের যন্ত্রণায় যমজ সন্তান বিক্রি করার বিষয়টি অবগত হওয়ার পর জেলা প্রশাসক নিজের ফেইসবুক পোষ্ট দিয়ে বিষয়টি তুলে ধরেন,এবং তার বিভিন্ন স্তরের স্টাফ ও সংবাদ মাধ্যমকে বললে এই ঘটনার বিষয়টি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পরিবারটিকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি গিয়েছিলেন পরিবারটির বাসায়। প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্বাসনের প্রথম ধাপ হিসেবে আজ ব্যাটারি চালিত একটি নতুন রিকশাসহ পৌরসভার লাইসেন্সসহ প্রদান করেন।
তার সাথে তাদের ভাংগা ঘরটিও মেরামতের কাজ শুরু করিয়েছেন। জেলা প্রশাসক প্রত্যাশা ব্যক্ত করে বলেন- এই দম্পতি জীবিকা নির্বাহের জন্য কারো নিকট হাত পাততে হবেনা।