কোটচাঁদপুরে বিশ্ব জাকের পার্টির জনসভা ও র‍্যালি।

IMG-20250930-WA0059

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ


কেন্দ্র ঘোষীত গোটা দেশ ব্যাপী বিশ্ব জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালির অংশ হিসেবে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা জাকের পার্টির মুলদল সহ এর সহযোগী সংগঠনের আয়োজনে।

২নং দোড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে, জনসভার অন্যতম টিম সদস্য মীর জাহান আলীর সঞ্চালনায় ৩নং কুশনা ও ২নং দোড়া ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এসে একই স্থানে উপস্থিত হয়ে জনসভার আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসাহাক আলী বিশ্বাস টিম প্রধান সভাপতি ঝিনাইদহ জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আবু বাক্কার সহ জেলা ও উপজেলার টিম সদস্য গন।