বগুড়ায় প্রেমের পরিণতি: ধর্ম পরিবর্তন করে বিয়ে করলেন সজিব।

মোঃহোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটায় প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিল। প্রেমিকা আঙ্গুরি খাতুনের সাথে গোপনে দেখা করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েন প্রেমিক সজিব কুমার।
পরবর্তীতে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় সজিব ইসলাম। এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুযায়ী আঙ্গুরি খাতুনকে বিয়ে করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে সজিব নিজেই সাহসী সিদ্ধান্ত নেন। প্রেমিকা আঙ্গুরি খাতুনের প্রতি ভালোবাসার টানেই তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে সম্পন্ন করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রেমিক-প্রেমিকার মিলনে ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে।