রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন, জেলা জুড়ে হৈ-চৈ।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান (২):
ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে এই স্লোগানে রেলপথ সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পায়রাচত্ত্বরে এ আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ কবির, তাজনুর রহমান, আব্দুস সবুর, জিয়াউল ইসলাম খান, ফখরুদ্দিন মুন্না, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ঝিনাইদহ শহরের সাথে দ্রুত রেলপথ সংযোগের দাবি জানান।