বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার আত্মপ্রকাশ।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান(২):
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আহার রেস্টুরেন্ট মিলনায়তনে এই সংগঠনটির জেলা শাখার আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলৈন কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইকরামুল হক পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শাহাজান হোসেনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ইলেকট্রনিক্স খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং ভোক্তাদের সেবা নিশ্চিত করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য।