কুড়িগ্রাম পৌরসভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ।

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
২৯/০৯/২৫ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি,সম্প্রতি কুড়িগ্রাম পৌরসভা এলাকায় দলের রাজনৈতিক কর্মসূচি জোরদার করার অংশ হিসেবে জনসম্পৃক্ততা বৃদ্ধি করেছেন।
তিনি পৌরসভার ২ নং এবং ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কিত প্রচারপত্র বিতরণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের কাছে তুলে ধরছে। লিফলেট বিতরণের সময় কুড়িগ্রাম জেলা মহিলা দলের নেতা-কর্মীরা মোসলেমা বেগম মিলির সাথে উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণের কাছে এই ৩১ দফার গুরুত্ব ব্যাখ্যা করেন।
মোঃএরশাদুল হক