আইন–শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে ৪ শতাধিক পর্যটক ফিরলেন।

20250929_223705

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আহমদ রেজা

খাগড়াছড়ির সাজেকে আটকে পড়া অর্ধশতাধিক পর্যটকবাহী গাড়িতে থাকা প্রায় ৪ শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট জোন সীমান্ত থেকে দীঘিনালা জোনের সেনা সদস্যরা গাড়িগুলো রিসিভ করে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেন।

জুম্মু ছাত্র–জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা জারির মধ্যে এ উদ্যোগ নেয়া হয়। জেলা সদর ও গুইমারায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং দীঘিনালার গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক মো. হারুন অর রশিদ বলেন,

“অবরোধের কারণে আমরা সাজেকে আটকে গিয়েছিলাম। স্থানীয়রা আমাদের সহায়তা করেছে এবং সেনাবাহিনী নিরাপত্তা টহল দিয়ে আমাদের ফিরিয়ে এনেছে। পাহাড়ে সেনাবাহিনীর আন্তরিকতা সত্যিই প্রশংসার দাবিদার।”