বড়াইগ্রামে ৭ কৃষকের সেলো মেশিন চুরি।

20250928_213717

মু.হায়দারআলী (রানা), নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম থানাধীন ৪ নং নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনপিরিত গ্রামের মাদ্রাসা সংলগ্ন বিল হতে ৭ টি ধানি জমির সেচের সেলো মেশিন গত রাতে চুরি হয়েছে। এ বিষয়ে চুরি হওয়া কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আজ (২৮ সেপ্টেম্বর ২৫) সকালে মোঃ আলামিন শেখ, পিতা মোঃ সুলতান শেখ,ধানী জমিতে সেচ দেওয়ার জন্য এসে দেখে সেলো মেশিন চুরি হয়ে গেছে। অন্যান্য কৃষকদের জানালে দেখা যায় একে একে ৭ টি সেলো মেশিন চুরি হয়েছে।

সেলো চুরি হওয়া কৃষকদের নাম:
(১)মোঃ আবু বক্কর সিদ্দিক (২)মোঃ জমিন সরদার (৩)মোঃ আব্দুল প্রাং (৪)মোঃ আলামিন শেখ (৫)মোঃ মকবুল হোসেন (৬)মোঃ হাব্বুল সরদার (৭)মোঃ বজলু প্রাং।
সবার বক্তব্য তারা গরীব মানুষ ঋণ দেনা করে ফসল ফলায় এবং এখন এ জমিতে পানি না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যাবে।
চুরি হওয়া সেলো মেশিন মালিক ও সাধারণ মানুষের ধারনা মাদক ও জোয়ায় আসক্ত এলাকার বখাটে ছেলেদের কাজ।
নেশার ও জোয়ার টাকা সংগ্রহ করার জন্য এই ৭ টি ধানি জমির সেলো মেশিন চুরি করেছে।
সেলো চুরি হওয়া কৃষকদের দাবি চোরদের ধরে সুষ্ঠু বিচার এর জন্য থানায় অভিযোগ দায়ের করবেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন , এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।