ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন।

মোঃ রাসেল আহমেদ, মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেলে ফতেপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রহিস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক বাদল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবুল তালুকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনসারুল হক রাসেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাইয়ুম সাহেব, ইউনিয়ন যুবদলের সভাপতি মাফিউল হায়দার, সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরী এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সভাপতি কাজী মাকসুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মদন উপজেলা যুবদল নেতা আসাদ মিল্কি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদ ভূঁইয়া, ইউনিয়ন শ্রমিক দলের নেতা মানিক মিয়া, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইশা খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনসারুল হক রাসেল নতুন কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান কাইয়ুম মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ডালিম মিয়া।
ঘোষণার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই বক্তব্য রাখেন। তারা শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে ফতেপুর ইউনিয়নের শ্রমিক দল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”