তিন বছর সাত মাস পর কাইটাইল ইউপি চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা আবু তাহের আজাদ।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি
দীর্ঘ আইনি লড়াইয়ের পর কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন মদন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ।
২০২২ সালের ইউপি নির্বাচনে ভোটে জয়ী হলেও প্রশাসনিক জটিলতা ও ফলাফল বিভ্রাটের কারণে দায়িত্ব নিতে পারেননি তিনি। নির্বাচন কমিশন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে এগিয়ে বিজয়ী ঘোষণা করে। তবে আবু তাহের আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনাল পুনর্গণনায় আবু তাহেরকে ৮৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী ঘোষণা করে।
গত ৭ আগস্ট প্রকাশ্যে পুনর্গণনা শেষে আদালত তার জয় নিশ্চিত করে। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান তাকে চেয়ারম্যান পদে শপথ করান।
বৃহস্পতিবার কাইটাইল ইউপি কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।