কেন্দুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ঘটিকার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি ও চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইঁয়া, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বিল্টু, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল আলম সুমন, সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার চায়না, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইফুল ইসলাম ভুইঁয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তথ্যসূত্রে জানা যায়, নবগঠিত কমিটির পূর্ণ পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল।
সভায় বক্তারা সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।