“মডেল কমিউনিটি লাইব্রেরির অগ্রযাত্রা,,

20250928_200247

ফার্মাসিস্ট জামিল মোল্লা স্টাফ রিপোর্টার :

সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, যুবসমাজকে জ্ঞান-চর্চায় উদ্বুদ্ধ করা এবং শিশুদের ইংরেজি ও জনসম্মুখে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে দেশে কমিউনিটি লাইব্রেরি ধারণা দিন দিন গুরুত্ব পাচ্ছে। লাইব্রেরিয়ান ভয়েস এই উদ্দেশ্যকে সামনে রেখে দেশে ‘মডেল কমিউনিটি লাইব্রেরি’ গড়ে তোলার কাজ শুরু করেছে সারাদেশে। এরই ধারাবাহিকতায় জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষর করে প্রকল্পটির পথচলা শুরু হয়। গত শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত ‘Public Spoken Session’, যা মডেল কমিউনিটি লাইব্রেরি বাস্তবায়নের পথে একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনায় মুগ্ধ করেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার তিন লিডার—সাইফুদ্দৌলা আকন্দ শিহাব, সারোয়ার হোসেন সজীব ও ঐশী সরকার। অনুষ্ঠান সজ্জা ও ব্যবস্থাপনায় নিরলস ভূমিকা রাখেন মোঃ রুম্মান হোসেন, মাহফুজ আলম, আবু হোসাইন এবং জননী গ্রন্থাগারের অন্যতম লিডার মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ।
সেশনের বিশেষ আকর্ষণ ছিলো Public Speaker Award। এ বছর মোট ৭ জনকে লাইব্রেরিয়ান ভয়েস-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তারা হলেন—মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ, ঐশী সরকার, মাহফুজ আলম, মোঃ রুম্মান হোসেন, আবু হোসাইন, সাইফুদ্দৌলা আকন্দ শিহাব ও সারোয়ার হোসেন সজীব। আয়োজকদের বিশ্বাস, এ তরুণ নেতৃত্বই ভবিষ্যতে জননী গ্রন্থাগারকে একটি আদর্শ কমিউনিটি লাইব্রেরি হিসেবে প্রতিষ্ঠিত করতে মুখ্য ভূমিকা রাখবে।
প্রথমে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক English Spoken Session, যেখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সেশনটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি রাজিয়া সুলতানা পারুল। সহযোগিতায় ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের মাসুমা আক্তার মিথী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আমিনুল হক রিন্টু, প্রতিষ্ঠাতা ও পরিচালক, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা, মোসাঃ রিজিয়া খাতুন, সাধারণ সম্পাদক, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা, মোসাঃ শামসুন্নাহার ঝর্না, কার্যনির্বাহী সদস্য, মোঃ আব্দুর সাত্তার, সভাপতি, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়, ডা. মোঃ আলীম, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপদেষ্টা, জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। পরে দীর্ঘ দেড় ঘণ্টা জুড়ে চলে Public Speaking Session, যা ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এতে জননী গ্রন্থাগারের পাঁচজন লিডার ছাড়াও লাইব্রেরিয়ান ভয়েস-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন—ফারজানা আক্তার মুন্নি, মোঃ মুকুল ইসলাম, মোঃ রায়হান আলী, মোঃ সাহাবুর খান, মোঃ মেহেদী হাসান, সুদীপ মণ্ডল ও ফারজানা ইসলাম হিয়া। বক্তৃতার পাশাপাশি ফারজানা ইসলাম হিয়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে জনসম্মুখে কথা বলার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
দীর্ঘ বক্তৃতার একঘেয়েমিতা কাটাতে সঙ্গীত পরিবেশনায় মুখরিত হয় অনুষ্ঠানমঞ্চ। রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি ও আধুনিক গান পরিবেশন করে সবাইকে বিমোহিত করেন স্থানীয় শিল্পীরা। প্রায় ৬০ জন অংশগ্রহণকারী ও দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে জমজমাট পরিবেশে একটি অনন্য মুহূর্তের সাক্ষী হলো জননী গ্রন্থাগার। স্থান সংকুলানের কারণে অনুষ্ঠানটি গ্রন্থাগারের সংলগ্ন উন্মুক্ত মাঠে আয়োজন করা হয়। উক্ত কমিউনিটি লাইব্রেরী প্রজেক্টের দিকনির্দেশনায় আছেন লাইব্রেরিয়ান ভয়েসের অন্যতম সম্পাদক ড. কনক মনিরুল ইসলাম, মোঃ আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মাহমুদ, ও মোঃ নাজিম।