বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহতো ১

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পিছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পিছনে চট্টগ্রামগামী পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক মিনহাজ (৩৫) নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার পাতাল কান্দী গ্রামের আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকের অজ্ঞাতপরিচয় হেলপার গুরুতর আহত হন।
আহত হেলপারকে স্থানীয়রা উ’দ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।