গাজীপুর মালেকের বাড়ি এলাকায় ছুরির আঘাতে স্থানীয় যুবক খুন।

20250921_165926

তারেক রহমান ফয়সাল,গাজীপুর মহানগর প্রতিনিধি :

গাজীপুর গাছা থানাধীন মালেকের বাড়ি শরিফপুর সরকারি স্কুল মাঠের দক্ষিণ পাশে হালিম নামে এক স্থানীয় যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা
আনুমানিক রাত ১০:৪৯ মিনিটে বালুর মাঠ এলাকায় মসজিদের পাশে মোতাহার মিঞার বাড়ির সামনের একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে, সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল যে দোকানটি তালাবদ্ধ অবস্থায় আছে ঘটনাটি কি হয়েছে জানার জন্য স্থানীয় সূত্রে কয়েকজন কে ডাক দেই দোকানদার মো: পিয়াস মিয়া সহ কয়েকজন আসে।দোকানদার পিয়াস মেয়েকে জিজ্ঞাসা করার পর বলল যে তিন বছর ধরে আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি উনি প্রায় সময় আমার দোকানে এসে আড্ডা দেন এবং ক্যারাম খেলায় ব্যস্ত থাকেন।দশটা ৪৯ মিনিটে তখন আমার দোকানে কয়েকজন লোক আসে তারা হলো স্থানীয় প্রভাবশালী ও মাদকের সাথে জড়িত ইয়াবা ব্যবসায়ী এক নেতা রয়েল এর সাথে চলাফেরা করে এমনকি তার আপন ভাগিনা রাতুলকে পাঠায় রাতুল সহ হিমেল, রমজান, জিহান ও আরো কয়েকজন অজ্ঞাত দোকানের সামনে হামলা করে গলায় ছুরি দিয়ে আঘাত করে আবিদ নামের এক ছেলে তাৎক্ষণিক হালিম মাটিতে লুটিয়ে পড়ে উপস্থিত লোকজন ঘিরে ফেললে তারা দৌড়ে পালিয়ে যায়। অতঃপর গাছা থানায় যোগাযোগ করার পর গাছা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও গাছা জোনের এসি তার টিম সহ এসিপি মহোদয় নিজে ঘটনাস্থলে পৌঁছান এবং নিহত হালিমের লাশ সহ থানায় নিয়ে যায় এ অবস্থায় স্থানীয়দের কাছে এবং নিহত হালিমের পরিবারের সাথে কথা বললে তারা জানায় যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের ফাঁসি দেওয়া হোক। অফিসার ইনচার্জ আমিনুল ইসলামকে জিজ্ঞাসা করার পর বললেন লাস ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রয়েল নামের একজনকে গ্রেফতার হয়েছে তিনি আমাদেরকে বলেন ঘটনাটি তদন্তধীন অবস্থায় আছে তদন্ত শেষ হওয়ার পর আসামিদের ধরে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।