গাজীপুরে ৩৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক নেতা হালিম মন্ডলের হত্যার মানববন্ধন।

তারেক রহমান ফয়সাল,গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
গাজীপুরে গাছা থানাধীন মালেকের বাড়ি শরীফপুর সরকারি স্কুল মাঠে দক্ষিণ পাশে তার বাড়ির সামনে স্বেচ্ছাসেবক নেতা হালিম মন্ডলের হত্যার ও বিচারের দাবিতে ফাঁসি চেয়ে মানববন্ধন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতা, মালেকের বাড়ি শরীফপুর স্কুল মাঠ থেকে মালেকের বাড়ি ঢাকা ময়মনসিংহ রোডের অবস্থান নেয়। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, আসামিদের দ্রুত গ্রেফতারের এবং বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতা কর্মীরা আরো বললেন হালিম মন্ডল হত্যার আজ এক সপ্তাহ পার হয়ে গেছে অথচ কোন আসামি গ্রেপ্তার হচ্ছে না,
এ সময় ৩৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ মন্ডল বললেন গাজীপুরে চলছে এক হত্যাযজ্ঞের উৎসব এই উৎসব দ্রুত বন্ধ করতে হবে। এবং আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হালিম মন্ডলের খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি, এ সময় হালিম মন্ডলের চাচাতো ভাই মোহাম্মদ মনির হোসেন মোতাহার সাবেক সহকারি সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি, তিনি বললেন গাজীপুরের ৩৪ নং ওয়ার্ডের নির্মাণাধীন এর কাজ কাজ থেকে চাঁদাবাজি সহ মাদক ব্যবসা চালিয়ে যেত আমার ভাই হালিম মন্ডলের হত্যাকারী রয়েল, আদিপ,সোহান, রমজান, হিমেল সহ সন্ত্রাসীরা, আমার ভাই হালিম মন্ডল এর প্রতিবাদ করায় আজ তাদের হাতে খুন হয়েছে আমি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারে দাবি জানাচ্ছি, এমনকি আইনি হস্তক্ষেপ কামনা করছি পলাতক আসামিরা দ্রুত গ্রেপ্তার করে বিচারের জন্য আদালতে সোপো`দ করার জন্য। এ সময় হাজি রাসেল কোষাধক্ষ্য গাছা গাছা থানা বিএনপি বললেন এই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে সাত দিনের ভিতরে গ্রেফতার করতে ব্যর্থ হলে আমরা সাধারণ জনতা পুলিশ কমিশনার অফিসের সামনে মানববন্ধন করতে বাধ্য হবো এই খুনী সন্ত্রাসী ওয়াহিদুজ্জামান আদিপের এই বাংলায় ঠাই নাই আমার ভাই কবরে আসামি কেন বাহিরে এই বাংলায় ঠাই নেই এই বাংলায় ঠাই নেই। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও এলাকাবাসী মিলে শ্লোগানে স্লোগানে মিছিল দিয়ে একজনতার উচ্ছ্বাস দিয়ে মানববন্ধনটি বাস্তবায়ন করেন।