গাজীপুরে বিলের পানিতে পাওয়া গেল ১৫ বছরের ছেলের ভাসমান মৃতদেহ।

20250928_222752

, তারেক রহমান ফয়সাল,গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

গাজীপুর শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নে নিতাই মাস্টারের বাড়ির দক্ষিণ পাশে বিলের মধ্যে পাওয়া গেল সাকিব নামে১৫ বছরের এক ছেলের পানিতে ভাসা থাকা অবস্থায় মৃতদেহ । স্থানীয় সূত্রে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ প্রশাসন এবং সাংবাদিকসহ ঘটনা চলে গিয়ে পৌঁছায় এবং মৃতদেহ সনাক্ত করে পুলিশ ময়লা তদন্তর জন্য শ্রীপুর থানায় নিয়ে যায়। সরজমিনে গিয়ে দেখা গেল যে প্রহলাদপুর ইউনিয়নের নিতাই মাস্টারের বাড়ির পাশে বিলের মধ্যে আম গাছের ছায়া নিচে মৃতদেহ পানিতে ভেসে পানিতে ভেসে ছিল। মৃত ব্যক্তির নাম মোঃ সাকিব বয়স ১৫ বছর পিতা মোঃ বকুল মিয়া সিঙ্গাপুর প্রবাসী মাতা মোছা: শাহানাজ বেগম ,গ্রাম আশুলিয়া পাড়া ইউনিয়ন প্রহলাদপুর শ্রীপুর থানা।

ঘটনাস্থলে সাকিবের মায়ের সাথে কথা বলে জানতে পারলাম লেখাপড়ার পাশাপাশি সে জীবিকার জন্য একটি অটো রিস্কা চালাত। ঘটনার দিন বিকেল তিনটায় একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সুমন মিয়া তাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়।আমার ছেলে আমাকে বলে যায় একটা ভাড়া আছে সুমনের সাথে ভাড়াটি নিয়ে যাবে।সুমন একজন অটো রিক্সাচালক তার সাথে আমার ছেলে একসাথে বেরিয়ে যায় আর ফিরে আসেনি রাত ৯ টার দিকে আমার ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে কথা হয় তখনো আমার ছেলে সাকিব ও সুমন একসাথে সাথে ছিল। তারপর সারা রাত সাকিব বাসায় ফেরেনি সকালবেলা মানুষের কাছে শুনে আমার ছেলে এখানে বিলের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। সুমনের মা বলল যে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
সাকিবের চাচার সাথে কথা বলে জানা গেল আমার ভাই একজন সিঙ্গাপুরের প্রবাসী তারা দুই ভাই বাড়িতে থাকে দুই ভাই অটো রিক্সা চালক এরকম একটা ছেলের সাথে কারো শত্রুতা থাকতে পারে না।তাহলে আমার ভাতিজাকে যারা হত্যা করেছে আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারেক বললেন যে,অভিযোগ নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।