কেন্দুয়া পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান এর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভার কার্য শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা তাতীদলের আহবায়ক আব্দুর রহমান।
বক্তব্য রাখেন-পৌর বিএনপির সহসভাপতি আবদুল লতিফ ভুঁইয়া, সহসভাপতি আলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান খোকন খোকা, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, পৌর বিএনপির সদস্য দুলাল মিয়া পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মালেক, জসিম উদ্দিন,সদস্য খোকন মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, রাফিসহ পৌর বিএনপির সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়- নবগঠিত কমিটির পূর্ণ পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল।
সভায় প্রধান অতিথি বলেন- দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে, আগামী নির্বাচনের জন্য সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। আমার জন্য নয় দল বা দলের চেয়ারপার্সনের চিন্তা করে আপনারা দলের নেতাকর্মীদের একত্রিত করুন। দল বাঁচলে আপনি বাঁচবেন, দেশ বাঁচবে। তাছাড়া সামনে আগত দুর্গাপূজা এই পূজাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের যা যা করার তাই করতে হবে। দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই ভাই। সকল সামাজিক সম্প্রীতি বজায় রেখে নেতাকর্মীদের দায়িত্ব পালন করে ঐক্য থাকুন।