অনলাইন জুয়ায় আসক্ত হয়ে,ঢাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা।

প্রদীপ কুমার রায়, আদিতমারী প্রতিনিধিঃ
লিপন রায় দ্বীপ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
জানা গেছে, দ্বীপ ঢাবিতে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ হলের আবাসিক ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার, আদিতমারী থানার অন্তর্গত,কমলাবাড়ি ইউনিয়নে।দ্বীপের দাদা ডা: সজীব বলেন, সে ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে চাকরি করত। চাকুরীতে তার কোনো সমস্যা ছিল না, বিষয়টা তার পারসোনাল (ব্যক্তিগত) । শুনেছি দ্বীপ আত্মহত্যা করেছে। আমি এখনো বাড়িতে যাইনি। যতটুকু ধারণা করছি, দ্বীপ ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। যার কারণে, হতাশায় হয়তো আত্মহত্যা করেছে। আজ দুপুরে লাশ ময়না তদন্তের জন্য আজ মর্গে পাঠানো হয়েছে।