শারদীয় দুর্গাপূজায় লালমনিরহাট-২ আসনের এমপি প্রার্থী মমতাজ আলী শান্তর শারদীয় শুভেচ্ছা ।

IMG-20250929-WA0001

প্রদীপ কুমার রায়, আদিতমারী প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের
সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের প্রার্থী ও শিক্ষানুরাগী-দানশীল ব্যক্তিত্ব মমতাজ আলী শান্ত। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করুক এবারের দুর্গোৎসব।”
মমতাজ আলী শান্ত স্থানীয়ভাবে একজন পরিচিত শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি। তিনি বিবিএস (অনার্স) ফার্স্ট ক্লাস এবং এমবিএস (মাস্টার্স) ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্র ও সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে সুনাম কুড়িয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচন করবেন। নির্বাচনী রাজনীতির বাইরে থেকেও তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখে চলেছেন। বিশেষ করে দুর্গোৎসবের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে তার এই শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
শান্ত বলেন, “শুভ শক্তির আরাধনায় মানুষ হোক আরো মানবিক, আরো ন্যায়পরায়ণ। সকল অশুভ শক্তি বিনাশ হোক এই দুর্গোৎসবের মধ্য দিয়ে।” তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।