শাজাহানপুরে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

20250920_221727

শাজাহানপুরে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাঝিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর আব্দুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের মডেল আদর্শ হবে রাসূলের সাহাবিরা। তারা যে ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা যদি সেই আদর্শে নিজেদের কুরবানি দিতে পারি তবে পৃথিবীর কোনো শক্তিই এই সংগঠনকে দমিয়ে রাখতে পারবে না।”

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামের অর্থ সম্পাদক জনাব বাকী বিল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ও মাঝিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মকুল, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আঃ রহিম প্রমুখ।

সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি আঃ রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জাহিদ, সাফি সাহেব, নজরুল ইসলাম, গোলাম আজম, আঃ খালেক, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।