ছড়া

মোঃ আবু সাইদ শওকত আলী
শাক সবজির চড়া বাজার
এ কোন আজব দেশ
পয়সা হলে সদা ভাল
আরাম আয়েশ বেশ
মেছো বাজারে আগুন ছোটে
চিংড়ি পুটি গরীব খোটে
ভুড়ি মোটা সাহেবগুলো
খাইবে মোটা রুই
দই, সন্দেশ, চমচম
আরো তাজা পুঁই।