বেলপুকুরিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বাঁশপুকুরিয়ায় পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

IMG-20250920-WA0015

মোঃ সিহাবুল আলম সম্রাট,
(বিভাগীয় ব্যুরো প্রধান) রাজশাহীঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড দোমাদী ও বাঁশপুকুরিয়ায় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বাঁশপুকুরিয়ায় ইউনিয়ন যুবদল নেতা লিটন ও উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমানের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পথসভায় দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। উক্ত পথসভা শেষে বাঁশপুকুরিয়া বাজারে আলোচনা সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তারা বক্তব্য প্রদান করেন।

উক্ত পথসভা ও আলোচনা সভার প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,
প্রধান বক্তা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন ও বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক ও সাবেক ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আ: রাকিব, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফারুক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আশরাফ এর উপস্থিতিতে এবং ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: মমিন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন ” আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে যারা নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন ও পাশে থাকার কথা ব্যক্ত করেন এবং তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকবে সবসময়। সামনে নির্বাচনে বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।

প্রধান বক্তা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন বলেন” বিএনপির নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কাছে গিয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দফা গুলো সম্বন্ধে আলোচনা করার কথা ব্যক্ত করেন। বিএনপি বাংলাদেশে উন্নয়ন করতে চায়। তারেক রহমানের হাত ধরেই আগামীতে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন থেকে আমাদের পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে সম্পৃক্ত।

উক্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ও সবার মাঝে খাবার বিতরণ করা হয়।