আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার।

20250920_184022

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারনামীয় ৬ নং আসামি মো. আবু খায়ের (৩৮) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প এবং র‍্যাব-১১ এর যৌথ দল।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আলামিন হত্যা মামলায় আবু খায়ের দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার বাদী মো. জাহিদ হাসানের ভাতিজা আলামিন (৩০) গত ২৮ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলে একই গ্রামের কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মারা যান।

ঘটনার পরদিন ৩০ জুলাই ২০২৫ শাজাহানপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা (নম্বর-৪১) দায়ের করেন আলামিনের চাচা মো. জাহিদ হাসান। মামলায় হত্যা, মারধর, ছিনতাইসহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‍্যাব-১১ এর সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জে অবস্থানরত আবু খায়েরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।