লালমনিরহাটে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ট্রাক থেকে গাঁজাসহ ৩ জন আটক।

আরমান হোসেন রাজু বিবিসি নিউজ,লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোব্যাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিএসসি রংপুর। আটকরা হলেন— মো. ওহিদুল বিশ্বাস (৫০), মো. তরিকুল ইসলাম (৩৮) ও মো. শাবান আলী (৪৮)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সেতুর টোল প্লাজার উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩ এর সুবেদার মো. আফিল উদ্দিন (বিজিবি) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে তামাক পরিবহনের আড়ালে মাদক পাচার করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। স্থানীয় সূত্র দাবি করেছে, ব্রিটিশ টোব্যাকো কোম্পানির তামাকবাহী ট্রাক ব্যবহার করেই নিয়মিত মাদক পরিবহন করা হতো। এ ঘটনায় জেলার প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়ার নামও উঠে এসেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, “আটক ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পাশাপাশি তামাকবাহী ট্রাকে মাদক পরিবহনের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।