প্রতিবাদী কন্ঠ

20250919_113323

মোহাম্মদ সালাহ উদ্দিন

তোমার আশাহত হওয়ার কারণ নেই,
আজ তোমাকে সেখানে বসাতে চাই।

এই চেয়ার সেই চেয়ার নয়,
যে চেয়ারের নেই কোন অন্যায়
যে চেয়ার টাকা দিয়ে কেনা যায় না।

আজ তোমাকে সেখানেই বসাতে চাই,
হিংসা বিদ্বেষ বাদ দিয়ে অনেক পথ তোমাকে পাড়ি দিতে হবে।

তুমি নতুন উদ্যোমে আবার শুরু করো,
এবং শুরু করো বিখ্যাত কবিতার লাইনগুলো
যে কবিতার নাইনে লিখা আছে প্রতিবাদের ভাষা।

আরও তুমি নিজে নিজে বলতে শিখ,
বিগত দিনে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতাম।

যে লোকগুলা বারবার বকা দিয়ে বলতো,
এই আন্দোলন করে কি হবে!
তোমরা আর কখনো ফিরতে পারবে না।

আজ সেই লোকগুলার অধিকাংশই
মঞ্চের প্রথম সারির চেয়ারে বসে মাইকে বড় বড় কথা বলছে,
আর বলছে এতোদিন আমরাই নির্যাতনে ছিলাম।

আজ ওরা সিএনজি বাসস্টেন্ডে গিয়ে চাঁদাবাজি করছে,
বিভিন্ন অফিসে অফিসারদের জিম্মি করে দুর্নীতি করছে।