ছিনতাই মামলার ৪ আসামী গ্রেফতার,গোটা শহরে আনন্দ মিছিল।

20250919_214503

মোঃ আবু সাইদ শওকত আলী, 
   খুলনা বিভাগীয় প্রধান, ২ঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে ছিনতাইককৃত আলমসাধুসহ  ৪ আসামী। আটকৃতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার বন্দবিলা গ্রামের জব্বার মোল্লার ছেলে বাবুল হোসেন(৪৫), একই উপজেলার ছাইবাড়ীয়া পশ্চিম পাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে হযরত মোল্লা (৩০),
মাগুরা জেলার শালিকা থানার ছয়ঘরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে শুকুর আলী (৪৫), যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ মোয়াজ্জেল পাড়া গ্রামের টিটু শেখের ছেলে শামীম হোসেন (৩১)। কোটচাঁদপুর থানার মামলা নং ০৩ তারিখ ০৭-০৯-২৫ এর ছিনতাই মামলার আসামী তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ সেপ্টেবর রাত্রে অভিযান চালিয়ে ছিনতাইকৃত আলম সাধুসহ মাগুরা শালিকা থানা,  যশোর বাঘারপাড়া ও অভয়নগর থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।  কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর টু খালিশপুর সড়কের নারয়ানপুর মাঠে গত ২০ আগষ্ট রাত্রে  মটর সাইকেলসহ ১টি আলম সাধু ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ ০৭ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলমসাধুটি উদ্ধারে তৎপর ছিলো পুলিশ, যার প্রেক্ষিতে মাগুরার শালিকা থানা,  যশোরের বাঘারপাড়া ও অভয়নগর থানা এলাকা হতে ওই আলমসাধুসহ তাদের গ্রেপ্তার করা হয়।