সুন্দরগঞ্জে জনগণের পাশে আরেফিন আজিজ সরদার সিন্টু,চলাচল ও মসজিদ সংস্কারের প্রতিশ্রুতি।

20250919_195709

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, ফতেখা এলাকায় উপস্থিত হন আরেফিন আজিজ সরদার সিন্টু। স্থানীয় জনগণ ও সম্মানিত ব্যক্তিবর্গের আমন্ত্রণে তিনি এই এলাকায় যান মূলত তাদের কথা শোনার এবং পাশে দাঁড়ানোর জন্য।

স্থানীয়রা তাদের দৈনন্দিন জীবনের নানা কষ্ট এবং সমস্যার কথা তুলে ধরেন। আলোচনার কেন্দ্রে আসে এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যা ফতেখা (সোনারায় ইউনিয়ন) এবং গোপালচরণ (দহবন্দ ইউনিয়ন) এলাকাকে সংযুক্ত করে। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা এই রাস্তা বর্ষাকালে চলাচলে ব্যাহত হয় এবং শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে জনদুর্ভোগ তৈরি করে।

এলাকার মানুষের সমস্যার কথা শুনে আরেফিন আজিজ সরদার সিন্টু প্রতিশ্রুতি দেন, আপাতত যেন স্থানীয়রা স্বস্তিতে চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, সরকারিভাবে রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।

এরপর তিনি উপস্থিত হন পূর্ব ফতেখা জামে মসজিদ প্রাঙ্গণে। মুসল্লিবৃন্দ জানান, বৃষ্টির সময় নামাজ আদায়ে বারান্দার অভাবে তাদের কতটা কষ্ট হয়। আরেফিন আজিজ সরদার সিন্টু আশ্বাস দেন, “শীঘ্রই মসজিদে একটি বারান্দা নির্মাণ করা হবে, যাতে সবাই শান্তিতে ও স্বস্তিতে ইবাদত করতে পারেন।”

তিনি আরও বলেন, “মানুষের জন্য কাজ করার মধ্যে সবচেয়ে বড় ইবাদত লুকিয়ে আছে। আমি শুধু কথা দিতে চাই না, বরং কাজ করে দেখাতে চাই। মানুষের আস্থার জায়গায় দাঁড়াতে চাই।” তিনি উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাল্লাহ, মানুষের সেবা করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাব।”