শাজাহানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

20250919_222226

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার চোপিনগর ইউনিয়নের বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী।

কর্মী সমাবেশে শেষে চোপিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এবং বাদ মাগরিব ইউনিয়নের ৪৫ টি মসজিদে দাওয়াতী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।