মির্জাপুরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে এক ব্যক্তি নিখোঁজ: তিনদিন পরে সন্ধান।

20250919_110753

মোঃ আবুসালেহ (সজীব),মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ফালু মিয়া (৬০) নামের এক ব্যক্তির তিনদিন পরে সন্ধান পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনার প্রথম দিনভর চেষ্টা করেও তার কোন সন্ধান পায়নি।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি মির্জাপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান করতেন।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, নিখোঁজ ফালু মিয়া ভোর বেলা ধর্মজাল দিয়ে মাছ শিকার করতে বাড়ির পাশের ওই খালে যান। জাল ফেলার জন্য প্রায়সময়ই তাকে আবদ্ধ কচুরিপানা সরিয়ে জাল ফেলতে হয়। ওইদিনও সম্ভবত কচুরিপানা সরাতে গিয়ে তিনি পানিতে নিখোঁজ হয়েছেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, উক্ত ঘটনার পর থেকে মির্জাপুর ও টাঙ্গাইলের ডুবুরিদল সন্ধ্যা পর্যন্ত কাজ করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে জানাযার নামাজ শেষ দিয়ে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।