সুন্দরগঞ্জে ভূমিদস্যুর দখলচেষ্টা,আতঙ্কে খয়বর ঠসা পরিবার।

IMG-20250918-WA0012

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর চন্দ্র গ্রামে ভূমিদস্যুর ভয়াবহ দখলচেষ্টায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে খয়বর ঠসা ও তাঁর পরিবার। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গ্রামেরই বাসিন্দা মোঃ আব্দুল রাজ্জাক (৪০), পিতা মৃত আব্দুল মান্নাফ, দীর্ঘদিন ধরে প্রতারণা ও নানা কৌশলে খয়বর ঠসা পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছেন।

ভুক্তভোগী পরিবার জানান, প্রতারক আব্দুল রাজ্জাক কখনো থানায় মিথ্যা জিডি করে হয়রানি করছেন, আবার কখনো বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি বহিরাগত লোকজন এনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। ফলে পরিবারটি প্রতিনিয়ত আতঙ্কে দিনযাপন করছে।

পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিক মোঃ খয়বর ঠসা (৭০) এবং তাঁর চার পুত্র—
১. মোঃ আহম্মদ মিয়া (৪০)
২. মোঃ মাহাম্মাদ মিয়া (৪০)
৩. মোঃ নুরুন্নবী মিয়া (৪৫)
৪. মোঃ মোস্তফা মিয়া (২৮)

এরা সকলেই উত্তর চন্দ্র গ্রামের স্থায়ী বাসিন্দা। তাদের অভিযোগ, আব্দুল রাজ্জাক দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা শুধু তাদের পারিবারিক শান্তি নষ্ট করছে না, গ্রামীণ সম্প্রীতিও ভঙ্গ করছে।

স্থানীয়রা জানান, এ ধরনের ভূমিদস্যুতার কারণে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও আতঙ্কে ভুগছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা হয়।

খয়বর ঠসা পরিবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, প্রতারক রাজ্জাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পৈতৃক সম্পত্তি রক্ষা করা হোক। একই সঙ্গে তারা তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এ ধরনের ভূমিদস্যুতার অবসান ঘটবে এবং খয়বর ঠসা পরিবার আবারও শান্তিপূর্ণ জীবনযাপনে ফিরতে পারবে।