বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান অসুস্থ

IMG-20250918-WA0002

বিদ্যুৎ চন্দ্র বর্মন, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা এই প্রবীণ সাংবাদিকের অসুস্থতার খবরে দেশের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই সাংবাদিক শুধু সম্পাদক হিসেবেই নয়, বরং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন এবং দেশের গণমাধ্যম অঙ্গনে রেখেছেন বিশেষ অবদান।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সহকর্মী সাংবাদিকরা মহান আল্লাহ রাব্বুল আলামীন-এর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও তাঁর জন্য দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।

মানবিক এই আহ্বান জানাতে গিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে—
“খান সেলিম রহমান শুধু একজন সাংবাদিক নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তাঁর নেতৃত্ব, দিকনির্দেশনা এবং সাংবাদিকতায় অবদান অনস্বীকার্য। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে অতি দ্রুত আরোগ্য দান করেন।”

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা ইতিমধ্যেই তাঁর সুস্থতা কামনায় একত্রিত হয়েছেন।

উল্লেখ্য, খান সেলিম রহমান বহু বছর ধরে জাতীয় দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করতে অসামান্য ভূমিকা রেখেছেন।

সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলেই মহান আল্লাহর দরবারে এই দোয়া করেছেন—
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও কলম হাতে নিয়ে সত্য ও ন্যায়ের সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন।