শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধান (২):
ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।(১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুমাইয়া খাতুন,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় আহসান প্রমুখ।
কোটচাঁদপুর উপজেলার ৪৮ টি পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।