শাজাহানপুরে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা হেলাল উদ্দিন।

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা হেলাল উদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বিকালে তাকে দেখতে হাসপাতালে যান আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির, সহ-সভাপতি মনোয়ার হাসান তালুকদার, সহ-সভাপতি নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মেম্বারসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কামরুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জনি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন প্রমুখ।
এ ছাড়া যুবদল নেতা মোস্তাক, মানিক, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু, শামীম, শাকিল এবং তাঁতীদল নেতা মকবুল, দুলাল, সাইফুল, জিলদারসহ অসংখ্য নেতা-কর্মী হাসপাতালে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।