বগুড়া শহরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মদ গাজা এবং নগদ টাকা সহ দুইজন গ্রেফতার।

IMG-20250916-WA0031

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকাসহ ০২ (দুইজন) আসামি গ্রেফতারঃ

*অদ্য ১৬-০৯-২৫ খ্রিঃ বেলা ১১.৪০ ঘটিকা হতে বেলা অনুমান ১৪.০০ ঘটিকায় পর্যন্ত বগুড়া সদর থানাধীন চক সূত্রাপুর হরিজন কলোনী কালি মন্দিরের পাশে ক্যাপ্টেন জানে আলম সাদিফ; অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ওসি, ডিবি ইকবাল বাহার, সদর ফাঁড়ী ইনচার্জ শফিকুল ইসলাম, সদরের ওসি (তদন্ত) মাহফুজ আলম সহ বগুড়া সদর থানা পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকাসহ আসামি ১। শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, ২। শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া’দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী’দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।