পারকি সমুদ্র সৈকতে নৌবাহিনীর অভিযানে ৩১ রোহিঙ্গা আটক।

20250917_000651

আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:

আজ দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতের উত্তর পাশে নৌবাহিনীর সদস্যরা হঠাৎ একটি নৌকা থেকে নামা ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন শিশু, ৮ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ একটি নৌকা থেকে তারা সৈকতে নেমে আসলে লোকজন বিষয়টি লক্ষ্য করে। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকে জানান, এর আগেও এভাবে রোহিঙ্গারা কয়েক দফা নৌকায় এসে নামার চেষ্টা করেছিল, কিন্তু লোকজন টের পেয়ে গেলে তারা আবার নৌকা নিয়ে সাগরের মাঝখানে ফিরে যায়।

আজ দুপুর ১২টার দিকে সুযোগ বুঝে একটি নৌকা নদীর কিনারে ভিড়ে। নৌকার মাঝি তাদের নামিয়ে দিয়ে দ্রুত সরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর প্রথমে স্থানীয়দের মাধ্যমে জানা যায়। পরে কর্ণফুলী টানেলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি নৌবাহিনীকে জানায়। খবর পেয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমোডর মাহবুব সাহেব ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন। তিনি তাদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং খাবারের ব্যবস্থাও করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। রাত ১০টা পর্যন্ত তারা নৌবাহিনীর হেফাজতে রাখা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. রানা জানান, কর্ণফুলী থানার দায়িত্বশীল কর্মকর্তারা আসলে তাদের হস্তান্তর করা হবে।

থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।