ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিষাক্ত সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের (২৫) স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোটটি মাত্র ১ মাস বয়সী ছেলে শিশু। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তৎক্ষণাত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যালোচনার একপর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-সন্তান ও পরিবার-পরিজনসহ স্থানীয়রা ভেঙে পড়েছেন শোকে।