বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে দুইনারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

IMG-20250916-WA0034

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২,৪০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সদর থানাধীন নামাজগড় এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামানিক পাড়ার আর্জিনা বেগম (৩৫) ও সদরের ফাঁপড় মধ্যপাড়ার রিমা খাতুন (২৮)।