চুয়াডাঙ্গায় ৭ বছর একা বসবাস — ভাড়া বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নীরব প্রশ্ন চারপাশে

এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস
১৫ সেপ্টেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ায় একা বসবাসরত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাত বছর ধরে নিঃসঙ্গ জীবনের শেষে গুলশান আরা চমন (৬৫) নামের এই নারী কি শুধুই অসুস্থতায় মারা গেলেন, নাকি অবহেলার শিকার হলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নীরব প্রশ্ন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গুলশান আরা দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় একা থাকতেন। সন্তান না থাকায় জীবনের শেষভাগে তিনি হয়ে ওঠেন আরও নিঃসঙ্গ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের বোন খুশি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বোনের সঙ্গে তার দেখা ও কথা হয়। বোন বাজারে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে আর যোগাযোগ হয়নি।
তিনি আরও জানান, গুলশান আরা আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং একবার স্ট্রোকও করেছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে সামাজিক মহলের প্রশ্ন—একজন নারী যখন সাত বছর ধরে একা বসবাস করছিলেন, তখন কেন স্থানীয় প্রশাসন বা সমাজের কেউ তার খোঁজ নেয়নি? অসুস্থ, একা ও নিঃসঙ্গ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা কোথায়?