কোটচাঁদপুরে স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার পশ্চিম পাড়ায় স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল ওয়াহেদ বিশ্বাস (বাদল) ও মোঃ তাজমুল হক পিয়াস।
প্রধান অতিথি আলহাজ্ব মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো কাজ করছে। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণদের মেধা বিকাশে এই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন একদিন এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করবে।”
এসময় সংগঠনের সহ-সভাপতি হাফেজ মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তামিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গজল, রচনা প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত ও তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে দেশ-বিদেশ থেকে অনুষ্ঠান সফল করতে অর্থ দিয়ে সহযোগিতা করা সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।