এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন, স্বার্থান্বেষী মহলের ভূমিকায় প্রশ্ন

IMG-20250914-WA0027

এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস
১৪ সেপ্টেম্বর ২০২৫, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সদ্য পদায়নকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে—এটি কি সত্যিই জনগণের প্রতিবাদ, নাকি কিছু স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপচেষ্টা?

রবিবার (১৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে “চুয়াডাঙ্গাবাসী” নামের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে অংশ নেয় জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির একাংশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গৌতম কুমার বিশ্বাস নাকি অতীতে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছেন। এমনকি তারা অভিযোগ তোলেন যে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরও হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

কিন্তু স্থানীয় সাধারণ মানুষ বলছেন, “যে অফিসার এখনো চুয়াডাঙ্গায় কাজ শুরুই করেননি, তার বিরুদ্ধে এমন হঠাৎ আন্দোলন কেন? কারা আসলে উপকৃত হবে তাকে বিতর্কিত করে?”

অনেকে মনে করছেন, সমাজের একাংশের কিছু স্বার্থপর দোষর নেতা সবসময়ই পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার মধ্য দিয়ে তারা একদিকে রাজনৈতিক সুবিধা নেয়, অন্যদিকে জনমনে বিভ্রান্তি ছড়ায়।

চুয়াডাঙ্গার সাধারণ মানুষ মানবিক পুলিশ কর্মকর্তা চায়, কিন্তু রাজনৈতিক চাপিয়ে দেওয়া আন্দোলনের নামে বিভাজন নয়। সচেতন মহল বলছে—যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে সেটি প্রমাণসহ তুলে ধরতে হবে; না হলে এ ধরনের মানববন্ধন কেবলই “স্বার্থান্বেষী মহলের নাটক” হয়ে থাকবে।