নাটোরে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে মোট ১৭৪ কেজি গাজা উদ্ধার, আটক ৪

Screenshot_2025_0914_171315

মু.হায়দার আলী (রানা),নাটোর জেলা প্রতিনিধি: আজ (১৪ সেপ্টেম্বর ২৫) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) , নাটোরের একটি টিম ভোর ৪.০০ টা হতে নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া এলাকায় চেকপোষ্ট ডিউটি শুরু করে। ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্ (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) সংকেত দিয়ে থামায়। পরবর্তীতে উক্ত বাস তল্লাশি করাকালে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তায় রাখা ১০+৪ =১৪ কেজি গাজাসহ ১। মোঃ ওয়াদুদ আলী (২৫), পিতা-মোঃ দুলাল উদ্দিন, সাং – ভগরইল (মধ্যপাড়া), ইউপি- নাচোল, থানা- নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও ২। মোঃ ফসের আলী (সোহেল – ২৯), পিতা-মৃত বাহার আলী, সাং – কয়লার দিয়ার, ইউপি- শ্যামপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জের ২ জনকে আটক করে । একই তারিখে অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), নাটোর ভোর ০৪.০০ টা হতে নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া এলাকায় চেকপোষ্ট ডিউটি শুরু করে। সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় ঢাকা-নারায়গঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) প্লাষ্টিকের ক্যারেট বহনকারী সংকেত দিয়ে থামায়৷ ড্রাইভারের পাশে দরজা খুলে পালানোর চেষ্টাকালে ১। মোঃ লালান (২৫), পিতা-মোঃ মজু, সাং – শেখটোলা (কাশিবাটিপাড়া), ০৬নং ওয়ার্ড, শিবগঞ্জ পৌরসভা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ সাবেরুল ইসলাম (শহিদ – ৩৫), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং-শেখটোলা (কাশিবাটিপাড়া), ০৬নং ওয়ার্ড, শিবগঞ্জ পৌরসভা,থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয় এবং ট্রাকটি তল্লাশি করে প্লাষ্টিকের ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তায় মোট ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। এই সংক্রান্তে নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন, মাদকের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করছে। নাটোর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।