সুন্দরগঞ্জের ছাইতানতলা বাজারে জননেতার গণসংযোগ, ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি

IMG-20250912-WA0024

সুন্দরগঞ্জের ছাইতানতলা বাজারে জননেতার গণসংযোগ, ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি

বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ

সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন স্থানীয় জননেতা। রাজনৈতিক ব্যস্ততার কারণে সাম্প্রতিক সময়ে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ সীমিত থাকলেও, কিছুদিন পূর্বে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজার এলাকার জলাবদ্ধতা, অবকাঠামোগত সমস্যা, নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। স্থানীয়দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জননেতা এবং সাধ্যমতো প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্যের অভিযোগ উত্থাপন করা হলে তিনি দৃঢ় কণ্ঠে জানান— ছাইতানতলা বাজারে কোনো প্রকার চাঁদাবাজি বা নৈরাজ্য চলতে দেওয়া হবে না। প্রশাসনের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মানুষের কথা শোনা ও বোঝার ভিত্তিতেই উন্নয়নকে টেকসই করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তা মানুষের সমস্যা ও চাহিদাকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়। এই গণসংযোগ আমার কাছে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।”

শেষে তিনি সুন্দরগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।