লালমনিরহাটে আদিতমারীতে ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহ দুইজনের নামে এনজিওকর্মীর ধর্ষণের চেষ্টা মামলা দায়ের।

IMG-20250913-WA0019

প্রদীপ কুমার রায়
আদিতমারী প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপনসহ দুইজনের বিরুদ্ধে বিচারপ্রার্থী এনজিওকর্মী এক নারীকে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্যাতিত নারী বাদি হয়ে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পশ্চিম ভেলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী। অপর অভিযুক্ত চাঁন মিয়া (৪২) একই এলাকার তালুক দুলালী (বারঘড়ি) গ্রামের হাসমত আলী ঝুল্লার ছেলে।

মামলার এজাহারে প্রকাশ, উপজেলার ভেলাবাড়ি চেয়ারম্যানটারী এলাকার লিয়াকত আলীর ছেলে নাসির উদ্দিন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ব্র্যাকে কর্মরত এক নারীর (৩০)। বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন জয়। বিয়ের জন্য চাপ দিলে তালবাহনা করে বিয়েতে অস্বীকৃতি জানায়। অবশেষে ওই নারী নিরুপায় হয়ে গত ২৭ জুলাই প্রেমিক জয়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন।

ওই নারী এ ঘটনার ন্যায়বিচার পাইতে গত ৩ আগস্ট ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপন মাষ্টারের কাছে যান। তার পরামর্শে ওই নারীকে চাঁন মিয়ার বাড়িতে রাখা হয়। বিচার প্রসঙ্গে কথা বলতে ওই দিন মধ্যরাতে চাঁন মিয়ার বাড়িতে গিয়ে গোপন ঘরে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণের জোর চেষ্টা করেন রিপন মাষ্টার। বিএনপি নেতা ধর্ষণে ব্যর্থ হয়ে চলে গেলে আশ্রয়দাতা চাঁন মিয়াও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তার আত্নচিৎকারে বাড়ির লোকজন এলে সড়ে যান চাঁন মিয়া।

পরদিন ৪ আগস্ট ওই নারীকে ফোন করে ধর্ষণের চেষ্টায় বিশেষ মুহুর্তের চাহিদাময় আবেগিয় অনুভুতি বর্ণনা এবং আবারও ওই নারীর কাছে কু-প্রস্তাবের আবদার করেন বিএনপি নেতা রিপন। এমন আবদার ও আবেগের একটি ফোনকল ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ঘটনায় বিচার চেয়ে বিএনপি নেতা গোলাম কিরবিয়া রিপনকে প্রধান করে দুইজনের বিরুদ্ধে আদিতমারী থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন নির্যাতিত ওই নারী। ভাইরাল সেই কল রেকর্ডটি সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বাদি।

বাদির অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আদিতমারী থানা পুলিশ।

অভিযুক্ত বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক বলেন, বিষয়টি আমার জানা নেই। আর বর্তমানে উপজেলায় কোন কমিটি নেই। তাই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, বাদির ধর্ষণের চেষ্টার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।