কেন্দুয়ায় প্রভাত একাডেমি ফর কিডস্ কিন্ডারগার্টেন এর শুভ উদ্বোধন

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারের পাশে (শিশু) ছোট্ট বাচ্চাদের নিয়ে শিক্ষার নতুন দিগন্তের সূচনা হলো।
১৩ সেপ্টেম্বর শনিবার সকাল অনুমান ১১.৩০ ঘটিকা সময় আনন্দমোহ পরিবেশে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রভাত একাডেমি ফর কিডস্ নামের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান।
প্রভাত একাডেমি ফর কিডস্ এর পরিচালক মো: মোস্তাফিজুর রহমান জীবন এর সভাপতিত্বে- মনিরুজ্জামান মিজান ও হাফসা আক্তার মোহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম,নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মনিরুজ্জান মনির।
উদ্বোধন করেন- কেন্দুয়া উপজেলা কিন্টার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি জসিম উদ্দিন খোকন ও প্রতিষ্টাতা পরিচালক মোস্তাফিজুর রহমান জীবন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শওকত আলী, পারভীন সিরাজ মহিলা কলেজের প্রফেসর মোজাহিদুল ইসলাম মিল্টন,এড.ফরিদ আহমেদ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম,কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্লাবন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, গণ-মাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরো বলেন- শিশুদের সৃজনশীলতা বিকাশ, নৈতিকতা চর্চা ও আধুনিক শিক্ষার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রভাত একাডেমি ফর কিডস্ বিশেষ অবদান রাখবে। তাছাড়া এই প্রতিষ্টান সাবলীল বাংলা, ইংরেজি, বিশেষ করে ইসলামের নৈতিকতা নিয়ে পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে অভিভাবক ও শিশুদের মাঝে ছিল উৎসবমুখর পরিবার।