যশোরের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়িতে পুলিশের অভিযান

IMG-20250420-WA0030

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
নাশকতার শংকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়িতে অভিযান চালিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আজ রোববার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসনাত জানান, গোপন সূত্রে খবর আসে যে শাহীন চাকলাদারের বাড়িতে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এবং সেখান থেকে দুষ্কৃতকারীরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, শাহীন চাকলাদারের বাড়ির সামনে পৌঁছালে ভেতরে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা সম্ভবত বাড়ির মেরামতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি আব্দুল হাসনাত আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শহরে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাহীন চাকলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর থেকে বাড়িটিতে সংস্কার কাজ চলছিল। পুলিশের আজকের অভিযান সেই সূত্রে নয়, বরং নাশকতার সুনির্দিষ্ট আশঙ্কার ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You may have missed