আনোয়ারা ছাত্র-লীগের দুই গ্রুপের সংঘর্ষ

IMG-20240607-WA0005

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

আজ শুক্রবার বিকাল ৪:৩০ সময় আনোয়ারা উপজেলার নব-নিবাচীত চেয়ারম্যানের বিজয়ী ফুলের শুভেচ্ছা ও ২০২৪-২০২৫ বাজেট ঘোষণার আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজনে প্রস্তুতিতে করেন বর্তমান অর্থ-প্রতিমন্ত্রী সংসদ সদস্য জনাব ওয়াসিকা খান সমর্তক পাটি। বিপরীত মুখী সাবেক এমপি সাইফুজ্জামান জাবেদ ভূমিমন্ত্রীর সর্তমন পার্টির আনন্দ মিছিল ও সমাবেশের ডাকেন। এ সময় দুই গ্রুপের একই জায়গায় মুখামুখি হলে সংঘর্ষ শুরু।তাদের নিরাপত্তা দিতে রয়েছে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ও ৫ পাঁচ প্লেটন পুলিশের বহর। এদের মাঝখানে পিস্টনে ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত ওসি জনাব জহিরুল ইসলাম। হঠাৎ মিছিলের মিটিংয়ের আয়োজনের মাঝ খানে হঠাৎ দুই গ্রুপকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন পরবর্তীতে দুই গ্রুপেই একে অন্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পুলিশ লাঠি চার্জ ও ছয় রাউন্ড টিয়ার সেল এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনী । কিছুটা স্বাভাবিক হলে জানা যায় উক্ত ঘটনায় দুই জন সাংবাদিক কর্মী সহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত দুই জন সাংবাদিক কর্মী হলেন ঢাকা প্রতিদিন পত্রিকার জাহেদ ও আরাফাত, সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গ্রুপের দলের সদস্য আহত হন আনুমানিক জন ৫/৭ জন। এর মধ্যে বটতলী ইউনিয়ের চেয়ারম্যান এম এ মান্নান সাহেব এর অবস্থা গুরুতর হলে ওসি জহিরুল ইসলাম সহযোগিতা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান সাহেব ও দুইটি পুলিশের প্লেটন গাড়ির বহর নিয়ে আনোয়ারা উপজেলার হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয় পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য সি এম পি হাসপাতালে পাঠানো হয়েছে। তা ছাড়া দুই গ্রুপে মোট ২০-২৫ জন আহত হয় বলে জানা যায়। এখানো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কঠোর নজরদারি ও ডিউটি পালন করছে যেনো পরবর্তীতে যাতে আর কোন সংঘর্ষ বা মারামারি না হয় বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দু গ্রুপের উস্কানিমূলক বক্তব্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে তাদের নেতৃবৃন্দদের মীমাংসার জন্য বলা হয়েছে মীমাংসা না হলে থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে আপাতত পরিস্থিতি পুরোপুরি শান্ত