২০৩৪ বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’: রোনালদো

 ক্রিশ্চিয়ানো রোনালদো (ফাইল ছবি)

https://5fb999c6db52312d5b74b8b4e7dca6d0.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

২০২২ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবার মরুর দেশে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। ফিফা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যা মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজনের ঘটনা। 

মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরব ফুটবলের অগ্রগতির প্রশংসা করে রোনালদো বলেছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিও রোনালদো বলেন, ‘২০৩৪ সালে হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। অবকাঠামো, স্টেডিয়াম এবং সমর্থকদের জন্য সুবিধাসহ সব কিছুই অসাধারণ। আমি নিশ্চিত, এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে। সৌদি আরবে ফুটবলের দ্রুত উন্নয়ন আমাকে মুগ্ধ করেছে।’

বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিকে সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ।

রোনালদো আরও বলেন, ‘সৌদি প্রো লিগের মান অনেক বেড়েছে। এখন সাত বা আটটি শক্তিশালী ক্লাব রয়েছে যেগুলোকে হারানো কঠিন। সৌদি খেলোয়াড়দের মানও দারুণ।’

রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দিয়ে সৌদি ফুটবলের নতুন যুগের সূচনা করেছিলেন।

You may have missed